স্টাফ রিপোর্টার ঃ আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির খুলনা বিভাগীয় সভাপতি চিকিৎসাধীন গ্রাম ডা: আব্দুল বারী খানের শয্যাপাশে জেলা কমিটির নেতৃবৃন্দ। গতকাল দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে সিসিইউতে জেলা আরএমপি সোসাইটির জেলা সভাপতি গ্রাম ডাঃ আলহাজ্ব মিজানুর রহমান ডবলুর নেতৃত্বে তাকে দেখতে যান। এসময় অসুস্থ চিকিৎসাধীন গ্রাম ডাঃ আব্দুল বারী খানের চিকিৎসার খোজ খবর নেন। তার দ্রুত সুস্থতা কামনা করেন। পরে সংগঠন পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির বিভাগীয় সাধারন সম্পাদক গ্রাম ডা: শেখ মাহবুবুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ আমিনুর রহমান, সহ সাধারন সম্পাদক গ্রাম ডাঃ এবাদুল ইসলাম, গ্রাম ডাঃ শফিকুল ইসলাম, গ্রাম ডাঃ মাসুম বিলাহ, গ্রাম ডাঃ এসএম কবির, গ্রাম ডাঃ কামাল হোসেন প্রমুখ। এছাড়া আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।