শোভনালী (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি শ্রী শ্রী নামাহট্ট স্কন মন্দিরে অন্নকুট মহাউৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় শ্যামাকালি পুজার একদিন পরে অর্থাৎ বুধবার সকাল থেকে ১৩ তম অন্নকুট মহাউৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোবাইল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। মা অন্নপূর্ণা সহায় থাকলে কখনোও ভাতের অভাব থাকবে না এ বিশ্বাস নিয়ে প্রায় ৭/৮ হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত কামালকাটি শ্রী শ্রী নামাহট্ট স্কন মন্দিরে এ অন্নকুট অনুষ্ঠানে অংশ গ্ৰহন করে অন্ন গ্রহন করেন।