কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি, রোকনুজ্জামান বাপ্পি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেন শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। দ্বিতীয় স্থান অধিকার করে কালিগঞ্জ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিজ্ঞান শিক্ষক বৃন্দ, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।