স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন। সাতক্ষীরা সদর রাইচ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ। গতকাল দুপুরে নেতৃবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, উপদেষ্টা আলহাজ্ব আব্দুল গফফার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ কামরুজ্জামান, সহ-সভাপতি আজিজ হাসান, যুগ্ম সাধারন সম্পাদক বিপুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক এমদাদুল হক মিলন, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য রাশেদুজ্জামান রানা, মোঃ আবু সাঈদ, ও হাফিজুর রহমান।