স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে ৫ জনকে মোবাইল কোর্টে জরিমান আদায় করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে গতকাল সকাল ১০ টায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক শাহনেওয়াজ তানভীর জরিমান আদায় করেন। জানা গেছে,সাতক্ষীরায় শহরের আমতলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন থাকায়, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ ও (সংশোধনী) ২০১৩ এর ৫ লঙ্ঘনের দায়ে, ৫ জন কে মোট ৩,৫০০/- টাকা জরিমানা করা হয়। একই সাথে সিগারেটের অবৈধ বিজ্ঞাপন অপসরণ করা হয়।ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, বাস্তবায়নে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের জেলা প্রতিনিধি ও মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মলিক,এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসিবুল হক, জেলা প্রশাসকের কার্যালয়ের আনিসুর রহমান, বাংলাদেশ আনসার ও ভিডিপির চৌকশ টিম।