শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে আধুনিক সেবা নিশ্চিতে সংসদীয় কমিটির সুপারিশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

ঢাকা ব্যুরো \ ভূমি সংক্রান্ত কাজে নিয়োজিত প্রকল্পসমূহের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার অনুরোধ করেছে সংসদীয় কমিটি৷ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ অনুরোধ করা হয়েছে৷ কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, শাহজাহান মিয়া, আনোয়ারুল আজীম (আনার), উম্মে ফাতেমা নাজমা বেগম, মোঃ আমিনুল ইসলাম এবং খান আহমেদ শুভ বৈঠকে অংশ নেন। বৈঠকে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন করে আধুনিক সেবা নিশ্চিত করার জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন শীর্ষক প্রকল্প’-এর মাধ্যমে সারাদেশে ভূমির প্রকৃত মালিকানা নির্ধারণ, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে মৌজা ভিত্তিক শ্রেণি বৈষম্য দূর করতে মূল্য নির্ধারণ, দেবোত্তর সম্পত্তির যথাযথ নিশ্চয়তা বিধান, রেজিস্ট্রেশন, খারিজ-খাজনা, নামজারী ইত্যাদি ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে সাধারণ মানুষের জন্য সহজ সেবামূলক কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়। মূল কমিটি কর্তৃক পূর্ববতী বৈঠকে গঠিত এক নম্বর সাব-কমিটির প্রতিবেদনের পর সড়ক জনপথ বিভাগের অধিকাংশ জমি গাজীপুর জেলার কতিপয় ব্যক্তি অনিয়মিতভাবে ভোগ-দখল ও রেজিস্ট্রি-নামজারীর সঙ্গে জড়িতদের নামের তালিকা পরবর্তী বৈঠকে পেশ করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে ভূমি সংক্রান্ত কাজে নিয়োজিত প্রকল্পসমূহের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার অনুরোধ করা হয়। এছাড়া ২ নম্বর সাব-কমিটির কার্যক্রম পরবর্তীতে সিদ্ধান্ত আকারে উপস্থাপনের অনুরোধ করা হয়। বিশেষ করে সিলেট জেলার চা বাগানের জমির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য যথাশ্রীর্ঘ পেশ করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com