কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য কৌশলী অধিদপ্তরের আয়োজনে গতকাল সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ জামান বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনসংখ্যা প্রকৌশলী মিজানুর রহমান। এসময় তিনি বলেন, হাত ধোয়ার প্রটোকল পৃথিবীতে সর্বপ্রথম চালু করেছিল ডেনমার্ক সরকার। হাত না ধুয়ে খাবার খেলে বড় ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে। সুস্থ ও রোগ জীবানু মুক্ত থাকতে হলে খাওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে খেতে হবে। “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই, বর্জ্য পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু পরিচালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি হালিমুর রহমান বাবু, সমাজসেবা কর্মকর্তা আব্দুলাহ আল-মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, তথ্য কর্মকর্তা (তথ্য আপা) মিরানা আক্তার, ব্যান বেইজের সহকারী প্রোগ্রামার নাছিম ছায়াদাত, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সরকারি-কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।