কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে বিট-পুলিশের কার্যক্রম বিষয়ে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় তারালী ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোটোর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা ওসি হালিমুর রহমান বাবু, ইউনিয়ন আ‘লীগের সভাপতি আহম্মাদ আলী সরদার, থানা সেকেন্ড অফিসার এসআই, খবির উদ্দিন প্রমুখ। সভায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও জনসাধারণকে বিট-পুলিশের কার্যক্রম বিষয়ে সচেতন করা হয়। সভায় ইউপি সদস্য, সদস্যা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।