বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের অমল বাছাড়ের বাড়িতে দুর্র্ধষ চুরি সংগঠিত হয়েছে। বুধবার গভীর রাতে চোর চক্র জালনার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে,নগদ ৩০ হাজার টাকা ও আনুমানিক ২ ভরি স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায় গত ২৫ অক্টোবর বাড়ির মালিক অমল বাছাড় ও স্ত্রী শম্পা বাছাড় সাতক্ষীরা তাহার জামাই বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে চর চক্র ঐ বাড়ির গ্রিল কেটে টাকা সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান এস আই সেলিম হোসেন, ইউপি সদস্য ঘটনাস্থান পরিদর্শন করেন।