বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র্যালি ও নানান কর্মসূচির মধ্যে দিয়ে শিক্ষক দিবস-২০২২ উদযাপিত হয়েছে। “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টায় শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর বাস্তবায়নে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেত্রীবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম আব্দুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলা-জেলা এবং বিভাগীয় পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে প্রধান শিক্ষক কৃষ্ণানন্দন মুখার্জী, প্রধান শিক্ষক পরিমল কর্মকার, সহকারী শিক্ষক মোঃ আব্দুল হামিদ ও প্রধান শিক্ষিকা মোছাঃ কামরুন নাহারকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।