বিশেষ প্রতিনিধি \ “জাল যার জলাশয় তার” মৎস্যজীবিদের অধিকার অবিলম্বে বাস্তবায়নের আহবান জানিয়ে গতকাল বিকালে শোভনালী ইউনিয়ন মৎস্যজীবি সমিতির আযোজনে বদরতলা বাজার সংলগ্ন সমিতির অস্থায়ী কার্যালয়ে শোভনালী ইউনিয়ন মৎস্যজীবি কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শোভনালী ইউনিয়ন মৎস্যজীবি সমিতির সাবেক সভাপতি জগদীশ সরকার। সাধারন সম্পাদক আমির হামজার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবি সমবায় সমিতির সাধারন সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক উপজেলা ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এমএম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বাবু, ইউনিয়ন মৎস্যজীবি সমিতির নেতা মৃনাল কান্তি মন্ডল, নরেন্দ্র নাথ সরদার, জহর আলী, লক্ষীবালা সরদার, সীমা রানী সরকারসহ ইউনিয়ন মৎস্যজীবি সমিতির নেতৃবন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে সভাপতি জগদীশ সরকার, সহ-সভাপতি মৃনাল কান্তি মন্ডল, নরেন্দ্র নাথ সরদার, সাধারন সম্পাদক আমির হামজা গাজী, সহ-সাধারন সম্পাদক একতার আলী গাজী, উত্তম পাহাড় ও আব্দুর রহিমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট শোভনালী ইউনিয়ন মৎস্যজীবি সমবায় সমিতির কমিটি গঠন করা হয়।