কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জ উপজেলার আতি পরিচিত মুখ শেখ আব্দুল্যাহ্ ড্রাাইভার আর নেই। ইন্নানিলাহে ৃৃ..ওয়াইন্নাইলাহে রাজেউন। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদহা গ্রামের মৃত শেখ আব্দুল মোতালেবের পুত্র। মুত্যু কালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। সে স্ত্রী, ২ পুত্র ১ কন্যা রেখে গেছেন। স্থানীয়রা দৈনিক দৃষ্টিপাতকে জানায় শুক্রবার রাত্র ৩টার চট্রগ্রামের পাহাড়ী রাস্তায় ট্রাকের মাল আনলোড করার পর গাড়ি ব্রেকে থাকা অবস্থায় হঠাৎ গতিশীল দেখতে তাড়াতাড়ি গাড়িতে উটতে যেয়ে পা পিছলে চাকার তলায় চলে যায়। তার সাথে থাকা সঙ্গী ও স্থানীয়রা চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় তার মৃত হয়। তার মৃত্যুর খবর বাড়িতে পৌছালে এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয় এবং নিহতের বাড়িতে শোকের মাতম বহিতে থাকে। আজ শনিবার জানাযা শেষে তার পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হবে বলে নিহতের পারিবারিক সূত্র নিশ্বিত করেন।