বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় নকশীকাঁথা’র আয়োজনে এবং ভিএসও বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নকশীকাঁথা’র পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নার্গিস আক্তার প্রমুখ।