স্টাফ রিপোর্টার ঃ আজ সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত হবে। কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে আজ সকাল ১০টায় পাঁকাপোল হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় সমবেত হবে। বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা পুলিশ বনাম জেলা প্রশাসন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য স-বান্ধবে আমন্ত্রন জানিয়েছেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।