স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। সে শহরের লস্কর পাড়া এলাকার বাসিন্দা অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার নাসির উদ্দীনের পুত্র সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সালেহ আহমেদ নূর (৯) বছর। স্কুল সূত্রেজানা গেছে, গত ২৬ অক্টোবর সকালে সালেহ আহমেদ নূর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টেস্টে তার স্টোক ধরা পড়ে। তার অবস্থা অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কোন উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তার মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী সহ এলাকাবাসী তার বাড়িতে ছুটে যান। গতকাল রাতে শহরের লস্করপাড়া ঈদগাহ জানাজা শেষে লাশ গ্রামের বাড়ি আখড়াখোলায় দাফন করা হয়। তার একমাত্র ভাই সুলাইমান আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর। তার পিতা-মাতা সহ স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সালেহ আহমেদ নূরের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান সাতক্ষী সরকারের উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক গাজী মমিন উদ্দিন, মোহাব্বত হোসেন সহ অনন্য শিক্ষক বৃন্দ।