সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা আহছানিয়া মিশনের ক্ষমতা কুক্ষিগতকারী বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ দুর্নীতিবাজদের বিচারের দাবীংেত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট আশাশুনি উপজেলা জামায়াতের কমিটি গঠন আশাশুনি সমাজ কল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ নূরনগর আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন আশাশুনি টঙ্গী ইজতেমায় হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা উলামা পরিষদের মানব বন্ধন সাতক্ষীরায় কৃষি ঋণ কমিটির সভা নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ ছাত্রীর বড়ীতে \ উচ্ছ্বাসিত শিক্ষার্থী পরিবার বটিয়াঘাটায় ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

চ্যাম্পিয়ন্স লিগ \ নাপোলির অপরাজিত থাকার রেকর্ড ভাঙ্গলো লিভারপুল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: টানা ২১ ম্যাচে নাপোলির জয়ের ধারা ধরে রাখার রেকর্ড শেষ পর্যন্ত ভেঙ্গেছে লিভারপুল। গতকাল চ্যাম্পিয়ন্স লিগে গ্র“প পর্বের শেষ ম্যাচে নাপোলিকে ২-০ গোলে পরাজিত করার পরেও অবশ্য শীর্ষস্থান নিশ্চিত হয়নি ইংলিশ জায়ান্টদের। ছয় ম্যাচে নাপোলির সাথে সমান ১৫ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্র“প-এ’র দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লিভারপুলকে। এই ম্যাচের আগেই উভয় দলের শেষ ১৬ নিশ্চিত হয়ে গিয়েছিল। প্রয়োজন ছিল শুধুমাত্র গ্র“প লিডার নির্নয়ের। এ্যানফিল্ডে গতকাল প্রিমিয়ার লিগের সমস্যা কাটিয়ে নাপোলিকে দাঁড়াতেই দেয়নি জার্গেন ক্লপের দল। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে ডারউইন নুনেজের হেড নাপোলি গোলরক্ষক এ্যালেক্স মেরেত রুখে দিলে ফিরতি শটে বল জালে জড়ান মোহাম্মদ সালাহ। এরপর ইনজুরি টাইমে নুনেজ ব্যবধান দ্বিগুন করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। সেপ্টেম্বরে নাপোলির কাছে ৪-১ গোলে হারার পর এনিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা পঞ্চম জয় নিশ্চিত করলো লিভারপুল। লুসিয়ানো স্পালেত্তির দল গ্র“পের শীর্ষস্থান দখলের জন্য চার গোলের ব্যবধানে পরাজিত না হওয়াই কেবলমাত্র নিশ্চিত করেছে। ম্যাচ শেষে স্পালেত্তি বলেছেন, ‘আমি বুঝতে পেরেছিলাম আমার দল আজ কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। তাই ব্যবধানটা মাথায় রাখার পরামর্শ দিয়েছিলাম। শেষভাগে বেশ কিছু সুযোগ তৈরী করেও কাজে লাগাতে পারিনি।’ রোববার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রাখার প্রত্যাশা করা হলেও শেষ পর্যন্ত শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছিলেন ক্লপ। এই ম্যাচের মাধ্যমে ইটালিয়ান জায়ান্টরা এবারের মৌসুমে এনিয়ে দ্বিতীয়বারের মত কোন গোল করতে পারেনি। কনিবার লিডসের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের মধ্য দিয়ে পাঁচ বছরে প্রথমবারের মত এ্যানফিল্ডে স্বাগতিক দর্শকদেও সামনে প্রিমিয়ার লিগে পরাজয়েল স্বাদ পেয়েছে রেডসরা। যে কারণে গতকাল দর্শকদের একটি জয় উপহার দেয়াটা জরুরি ছিল। ক্লপ বলেন, ‘আমরা সত্যিকার অর্থেই দারুনভাবে নিজেদের ফিরিয়ে এনেছি। সার্বিকভাবে নিজেদের পরিবর্তন করে নাপোলিকে দাঁড়াতেই দেইনি। নাপোলি এমন একটি দল যাদের বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। আমি মনে করি এই মুহূর্তে নাপোলি যে ধরনের ফুটবল খেলছে তাতে আমাদের এই পারফরমেন্স সত্যিই প্রশংসার দাবীদার।’ এবারের মৌসুমে ইতোমধ্যেই ৫০ গোল ঝুলিতে নিয়ে এ্যানফিল্ডে এসেছিল নাপোলি। কিন্তু নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হওয়ায় কোন গোল ছাড়াই তাদের বাড়ি ফিরতে হয়েছে। থিয়াগো আলকানটারার শট কোনমতে রুখে দেন মেরেত। প্রথমার্ধে এই একটি সুযোগ ছাড়া দুই দলের কাছ থেকে আর তেমন উলে­খযোগ্য আক্রমণ আসেনি। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম কোন ইটালিয়ান দল হিসেবে গ্র“প পর্বের ছয়টি ম্যাচেই জয়ের সুযোগ ছিল নাপোলির সামনে। দ্বিতীয়ার্ধে সেই গতিতেই মাঠে নেমেছিল সফরকারীরা। কাভিচা কাভারাতখেইলার ফ্রি-কিকে লিও ওস্টিগার্ডেও হেড জালে জড়ালেও ভিএআর প্রযুক্তি অফসাইডের কারণে তা বাতিল করে দেয়। জয়ের লক্ষ্যে কার্টিস জোনসের স্থানে ৭৩ মিনিটে উরুগুইয়ান নুনেজকে মাঠে নামান ক্লপ। লিভারপুলের দুটি গোলই এসেছে কর্ণার থেকে। ৮৫ মিনিটে কোস্টাস টিসিমিকাসের কর্ণার থেকে নুনেজের হেড ধরতে গিয়ে মেরেত খেই হারিয়ে ফেললে সেই সুযোগে সালাহ বল জালে জড়ান। সালাহ বলেছেন, ‘বিশে^র অন্যতম সেরা একটি দলের বিপক্ষে জয়ী হয়াটা সত্যিই অসাধারণ এক অনুভ‚তি। আমি এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা অবশ্যই একটি ভাল ফল যা আমাদের কাপ ও লিগে আত্মবিশ^াস যোগাবে।’ সালাহকে দিয়ে নুনেজ ম্যাচের শেষ ভাগে আরো একটি গোলের সুযোগ তৈরী করেছিলেন। কিন্তু মিশরীয় তারকার শটটি ডিফ্লেকটেড হয়ে বাইরে চলে যায়। ইনজুরি টাইমে আট মিনিটে বেনফিকার সাবেক এই স্ট্রাইকার নিজেই গোল করে দলের ব্যবধান দ্বিগুন করেন। ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডিকের হেড আবারো মেরেত রুথে দিলেন নুনেজ বল জালে জড়ান। প্রাথমিক ভাবে গোলটি অফসাইডের কারণে বাতিল করা হলেও পরবর্তীতে ভিএআর প্রমান করে নুনেজ অনসাইড পজিশনেই ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com