এফএনএস: নোয়াখালীর বেগমগঞ্জে রোহিঙ্গা স্বামী-স্ত্রীর পেট থেকে এক হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে দুর্গাপুর ইউনিয়নের সুরের পুল এলাকায় কক্সবাজার থেকে আসা হানিফ পরিবহনের বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন, কক্সবাজারের ঠ্যাংখালির ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহিম উলাহ (৭০), তার স্ত্রী রুকিয়া বেগম (৫৫) এবং বেগমগঞ্জের চৈতন্য বাড়ির আহসান উল্যার ছেলে জাবেদ হোসেন (৩০)। গতকাল বুধবার নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ডিডি) আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাস থেকে তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে রুকিয়া বেগম জানান তার পেটের মধ্যে ৮০০ পিস ইয়াবা এবং তার স্বামী রহিম উলাহর অন্তর্বাসে ৫০০ ইয়াবা রয়েছে। এক্স-রে করে ইয়াবা উদ্ধার করা হয়। পরে চারজনের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, গতকাল বুধবার আসামিদের মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।