তালা প্রতিনিধি \ তালায় কিশোর-কিশোরীর বাল্যবিবাহের অপরাধে মেয়ের পিতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি, মুচেলকা গ্রহণ এবং নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বাল্যবিবাহ নিরোধ আইনে সাজা প্রদানের আদেশ দেয়া হয়। বুধবার (২ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস এআদেশ জারী করেন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, তালা উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সুভাষিনী গ্রামের মৃতঃ রবিউল খানের ছেলে আল আমিন খানের (১৫) সাথে চলতি বছরের জুলাই মাসে গোপনে বিয়ে হয় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের শাহিন সরদারের মেয়ের (১১) সাথে। ঐ কিশোরী শেয়ার বাংলাশে নামের একটি এনজিও’র সুবিধাভোগি। এদিকে সম্প্রতি বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের বুধবার সকালে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস মেয়ের পিতাকে ২০ হাজার টাকা জরিমানা, মুচেলকা গ্রহণ এবং উক্ত বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেন। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।