আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালীতে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ওয়াবদা সুইজ গেট দেখভালের দায়িত্বে থাকা সরকারি কর্মচারীর বসবাসের জন্য নির্মিত (বর্তমানে যেটা পরিত্যাক্ত) ৩টি রুম ও এটাস্ট বাথরুম বিশিষ্ট ভবন এবং ১টি ছাঁদ দেয়া এক কক্ষ বিশিষ্ট পাকা ঘর ভেঙে স্থাপনা তৈরিতে ব্যবহৃত প্রায় ২০/২৫ হাজার ইট ও লোহার রডসহ অন্যান্য মালামাল বিক্রি করে প্রায় ৭লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অনুমতি ছাড়া সরকারি স্থাপনা ভেঙে ইউনিয়নের কলিমাখালী গ্রামের মৃত ওছির উদ্দীন সরদারের ছেলে আকিম উদ্দীন সরদার ও তার ২ ছেলে মহাসীন ও ইয়াছিন সরদার কর্তৃক সরকারি অর্থ আত্মসাতের বিষয়ে প্রতিকার চেয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের মৃত ছোরাত আলী সরদারের ছেলে হারুন সরদার। দ্রুত এবং সু-বিচার পেতে অভিযোগের অনুলিপি দূর্নীতি দমন কমিশন সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়, সাতক্ষীরা জেলা পানি উন্নয়ন বোর্ড, খুলনা বিভাগীয় কমিশনার ও পানি সম্পদ মন্ত্রণালে প্রেরণ করা হয়েছে বলে জানান অভিযোগকারি হারুন সরদার।