বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নবাগত উপ-পরিচালকের সাথে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসেসিয়েশন (বিডিএমএ) এর জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিডিএমএ’র সভাপতি সাহিনুর আলম সহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নবাগত উপ-পরিচালক দীপক কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পরিচালক সিসি (ডিস্ট্রিক্ট কনসার্টেন্ট) ডাঃ বি এম দীন মোহাম্মদ (খোকা), পরিবার পরিকল্পনা অধিদপ্তর সহকারী পরিচালক গাজী বশীর আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, মেডিকেল অফিসার ডাঃ জয়ব্রত ঘোষ, বিডিএমএ’র উপদেষ্টা ডাঃ খায়রুল হাসান মুকুল, ডাঃ তপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ডাঃ মোজাম্মেল হোসেন, ডাঃ নুরুন্নাহার মনি প্রমূখ।