কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশ দিয়ে শ্যামনগর টু কালিগঞ্জ বাইপাস সড়কে তাল, কদবেল ,তেতুল সহ শতাধিক বিভিন্ন ধরনের বৃক্ষরোপন করা হয়েছে। মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে গতকাল সকাল ৮টায় গাছের চারা রোপন উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। বজ্রপাতের হাত থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে, সবুজ বনায়নের জন্য বাইপাস সড়কে ইউপি চেয়ারম্যানের বৃক্ষ রোপনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।