স্টাফ রিপোর্টার \ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় সাতক্ষীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত। সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে গতকাল বিকাল শহরের হাটের মোড়ে থাকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধাঃ সম্পাদক এইচআর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক সুমনুর রহমান, পারভেজ সাজ্জাদ কাজী রহমান পারভেজ রোমেল, যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, জিয়াউর রহমান জিয়া, এ সময় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।