সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের কৃতি সন্তান মোঃ তৌহিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অফ ফিলসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষনার বিষয় ছিল “ওসঢ়ৎড়াবসবহঃ ড়ভ ড়ৎপযরফ ঝঢ়বপরবং ঞযৎড়ঁময রহ ঠরঃৎড় গরপৎড়ঢ়ৎড়ঢ়ধমধঃরড়হ ধহফ ওহফঁপঃরড়হ ড়ভ ঢ়ড়ষুঢ়ষড়রফু নু অহঃরসরঃড়ঃরব অমবহঃং” মোঃ তৌহিদুল ইসলাম ১৯৯০ সালে কালিগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯২ সালে কালিগঞ্জ কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক সম্মান এবং ১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের এক সময়ের এ জনপ্রিয় শিক্ষক এখন সরকারি ব্রজলাল (বিএল) কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তাঁর পিতার নাম আবু বকর সিদ্দিক এবং মাতার নাম তাহমিনা খানম। বর্তমানে তিনি স্ত্রী তানজিমা পারভীন এবং দুই কন্যা তামিমা তাসনিম তুলি ও তানহা তাশরিন তমাকে নিয়ে খুলনাতে বসবাস করছেন। আন্তর্জাতিক জার্নালে ইতিমধ্যে তার চারটি সায়েন্টিফিক আর্টিকেল প্রকাশিত হয়েছে এবং আরো দুটি আর্টিকেল প্রকাশের অপেক্ষামান। সদালাপী ও পরোপকারী সাতক্ষীরার এই কৃতি গবেষক সকলের আশির্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।-প্রেস বিজ্ঞপ্তি