দৃষ্টিপাত ডেস্ক \ শরীয়তপুর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন, আমাদের দেশের বিচার বিভাগ একটি মহেন্দ্রক্ষণ অতিক্রম করছে। রাষ্ট্রের অন্যতম স্তম্ভ এই বিভাগ স্বাধীন ভাবে কাজ করে সংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করে চলেছে। পহেলা নভেম্বর বিচার বিভাগ পৃথকীকরন দিবস উপলক্ষে শরিয়তপুর জেলায় কর্মরত বিচারক বৃন্দের উপস্থিতিতে ও অংশ গ্রহনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। দেশের অন্যতম আলোকিত বিচারক ও কবি আরও বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭২ সালে প্রনীত সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরনের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় ২০০৭ সালের পহেলা নভেম্বর আনুষ্ঠানিক ভাবে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ কে পৃথক করা হয়। ফলশ্র“তিতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে বিচার বিভাগ স্বাধীন ভাবে কাজ করতে পারছে। জনসাধারন তথা বিচার প্রার্থীরা বিচার বিভাগের পৃথকীকরন এর সুফল ভোগ করছে। সহকারী জজ মোঃ সালাহউদ্দীনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক স্বপন কুমার সরকার, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সালেহুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু ইব্রাহীম সহ অন্যান্য বিচারক বৃন্দ।