কালিগঞ্জ প্রতিনিধি\ শিশু শিক্ষার্থী বলাৎকারের মামলার আসামিকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক নকিব পান্নু আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স কুশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি রুহুল আমিন মোড়ল (৪৫) কে আটক করে। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মৃত কেতাব আলী মোড়লের ছেলে। থানা সূত্রে জানা যায়, রুহুল আমিন পেশায় একজন কাঠ ব্যবসায়ি। ৩১ অক্টোবর সন্ধ্যায় মুকুন্দপুর গ্রামের প্রবাসী শেখ আব্দুস সাত্তারের ছেলে ও এম.এম.পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জোরপূর্বক বলাৎকার করে। এ ঘটনায় ২ নভেম্বর তার মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে আটক করে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।