ফিংড়ী প্রতিনিধিঃ গোবরদাড়ী অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে গতকাল বৃহস্পতিবার বিকালে জোড়দিয়া স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী ও প্রধান শিক্ষক বাবু সুনীল কুমার সানা এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল, কলেজের অধ্যক্ষ গোবরদাড়ী স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব এড. এসএম হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলী চেতনার নির্বাহী পরিচালক মো: আনিসুর রহমান, ফিংড়ী ইউনিয়ন জাপা পাটির সভাপতি প্রাপ্তন ইউ পি সদস্য মো: হুমায়ন কবিরা, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও এলাকাবাসী সহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন।