স্টাফ রিপোর্টার \ শ্যামনগর উপজেলার নূরনগরে মাদক কারবারীরদের বিবাদে গুলিবিদ্ধ হয়েছে এক মাদক কারবারি মামুন (২৭)। সে উপজেলার নূরনগর উত্তর হাজিপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র। ঘটনা সূত্রে জানাজায়, গতকাল ৩ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে কালিগঞ্জ উপজেলার কাঠুনিয়া রাজবাড়ীর দিঘীরপাড় সংলগ্ন এলাকায় প্রধান সড়কের ওপর উক্ত চক্রের ভারত থেকে অবৈধভাবে মাদকদ্রব্য ও মানব পাচারের অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে বলে জানিয়েছে এলাকাবাসী। এসময় গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে দূর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা গুলিবিদ্ধ মাদক কারবারি মামুনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অসংখ্যজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, বিষয়টি অবগত হয়েছি। ঘটনাটি শ্যামনগর এবং কালিগঞ্জ উপজেলার মধ্য স্থানে হওয়ায় আমার এবং কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমানের নেতৃত্বে যৌথ ভাবে ঘটনাটি কালিগঞ্জ ও শ্যামনগর থানা পুলিশ ঘটনায়স্থল পরিদর্শন সহ আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অভ্যত রয়েছে।