সোমবার, ২০ মে ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উপজেলা পরিষদের সেবা পৌঁছে দেবো জনগণের দোরগোড়ায়: মশিউর রহমান বাবু হাসছে সাতক্ষীরার আম বাজার ঃ চলছে কুলষিত করার হীনচেষ্টা ইসরাইল গাজা যুদ্ধে হারতে চলেছে ঃ প্রবল প্রতিরোধ হামলায় হামাস ভোমরায় বিজিবির অভিযানে স্বর্ণসহ আটক ১ গোদাঘাটা বারাকাতিয়ায় দাখিল মাদ্রাসায় চক্ষু শিবির উদ্বোধন কালিগঞ্জের উপজেলা লিজেন্ট ক্রিকেট দল বনাম বিএইচসি যুব সংঘ ক্রিকেট একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ কালিগঞ্জে খুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা পরিদর্শন দক্ষিণ শ্রীপুরে কৃষক স্কুলের বাজার ভ্রমণ বিষ্ণুপুর ভ্যাপসা গরমে তালের শাঁসের চাহিদা বাড়ছে সাতক্ষীরার মেডিকেল সামনে সড়কে বিঘার চিত্র মোবাইল কোর্ট

কালিগঞ্জে স্যালোর পাইপ দিয়ে গ্যাস উঠছে \ উৎসুক জনতার ভীড়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

কালিগঞ্জ (সদর) প্রতিনিধিঃ স্যালোর পাইপ দিয়ে মাটির নিচে থেকে পানির সাথে নির্গত হচ্ছে গ্যাস। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছায় গ্রামে। এই দৃশ্য দেখতে উৎসুক জনতা ভীড় করছে। স্থানীয় মোক্তার হোসেন জানান, গত রবিবার সকালে স্যালোর পাইপের পাশের মাটি দিয়ে সামান্য বুদবুদ উঠতে দেখা যায়। এসময় পাইপের মুখের মাটি একটু সরিয়ে দিলে আরোও বেশি বুদবুদ উঠতে আরম্ভ হয়। পরবর্তীতে ওই স্থান দিয়ে বড় গর্ত সৃষ্টি হয়। তবে গ্যাস নির্গত হওয়া গর্ত বন্ধ করার চেষ্টা করেও ব্যার্থ হন স্থানীয়রা। গত ১০ বছর আগে আড়ংগাছা গ্রামের আব্দুল­াহ মোড়লের জমিতে কৃষি কাজে পানি ব্যবহার করার জন্য একটি স্যালো বসান জমির মালিক। গত ৫ বছর যাবত ১’শ ৪০ ফুটের ওই স্যালো থেকে পানি ওঠানো বন্ধ ছিল। কিন্তু ১ বছর যাবত ওই স্যালোর পাশে বর্ষা মৌসুমে জমা থাকা পানিতে বুদবুদ উঠতে দেখতে পান স্থানীয়রা। তবে এ নিয়ে কোনো গুরুত্ব দেননি কেউ। রবিবার থেকে হঠাৎ ওই গর্ত নির্গত হতে আরম্ভ করেছে। আব্দুল হামিদ বলেন, এখানে পর্যাপ্ত গ্যাস রয়েছে বলে মনে হচ্ছে। গত তিনদিন যাবত গ্যাস উঠে চলছে ওই স্যালো থেকে। সরকার উদ্যোগে নিলে হয়তবা বড় একটি গ্যাসের খনির সন্ধান মিলতে পারে ধারনা করছেন স্থানীয়রা। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com