বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার রতনপুরে তৃণমূল আ’লীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় রতনপুর আওয়ামীলীগের আয়োজনে কদমতলা বাজারস্থ আ’লীগ কার্যালয়ে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে আওয়ামীলীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সদস্য সংগ্রহ, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং তৃণমূলে দলকে সুসংগঠিত, অশান্তি দূর করে শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলি মুন্সি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আ’লীগের সদস্য মোঃ শহিদুল ইসলাম শহীদ, ওয়ার্ড আ’লীগ সভাপতি কিশোরী মোহন মন্ডল, সাধারণ সম্পাদক আজিবর রহমান মাহাজন, আ’লীগ নেতা যতীন্দ্র বর্মন, সমীর কুমার গায়েন, কামরুজ্জামান টুকু, নুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।