শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

ইজিবাইক ও মোটরভ্যানের সামনের এলইডি লাইটে পথচারীদের ভোগান্তি \ ঘটছে দূর্ঘটনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

এম এম নুর আলম \ সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে শতশত ব্যাটারী চালিত ইজিবাইক ও মোটর ভ্যানগাড়ি। এই সকল ইজিবাইক ও ভ্যানগাড়ির সামনের হেডলাইট হিসেবে যত্রতত্র যুক্ত করা হচ্ছে এলইডি লাইট। রাতের আধার নামলেই এসব এলইডি লাইটের কারণে বিপরীতমুখি যানবাহন চালকেরা কিছুই দেখতে পারছেন না। ফলে ঘটছে ছোট খাটো দূর্ঘটনা। ঝুঁকি বাড়াচ্ছে বড় ধরণের দুর্ঘটনা আর প্রাণনাশের। ভূক্তভোগীরা জানান, রাতের অন্ধকার নামলেই এলইডি লাইটযুক্ত এ সকল ইজিবাইক ও ভ্যানগাড়ির বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকের চোখ ধাধিয়ে যায়। এই এলইডি লাইট দুর্ঘটনার জন্য একটি বড় কারণ। প্রায়ই পথে ঘাটে দেখা যায় দ্রুত ধেয়ে আসা এলইডি লাইটযুক্ত ইজিবাইক ও মোটর ভ্যানগাড়ির দিকে চোখ পড়লেই চোখ ধাধানো আলোয় সামনে দিকে আর কোনো কিছুই স্পষ্ট দেখা যায়না। এলইডি হেড লাইটযুক্ত যানবাহনের চালকেরা ভালোভাবে দেখতে পারলেও বিপরীতমুখি যেকোন যানবাহনের চালকেরা কিছুই দেখতে পারছেন না বরং চোখ ধাধিয়ে যাচ্ছে। ফলে যত্রতত্র ঘটছে দূর্ঘটনাও। ভুক্তভোগী সকলে অনতিবিলম্বে যানবাহনের সামনের হেডলাইট হিসেবে এই এলইডি লাইট বন্ধে সংশ্লিষ্টদের নিকট কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com