স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আগুনে পুড়ে বাস ভস্মীভূত হয়েছে। ঘটনাটি গতকাল সকাল ৮টায় শহরের আমতলা সরকারী স্কুলের সামনে ঘটে। গাড়ির হেলপার কবির হোসেন দৈনিক দৃষ্টিপাতকে জানান, অধিকাংশ সময় সিলেট-হ-১১,০৭২৯ নং বাসটি এখানে রাখা হয়। রিজার্ভে যাওয়ার জন্য সকালে বাস পরিস্কার করছিলাম এসময় বাসের গেট খোলা ছিল। পাশে ট্যাবে পানি ছেড়ে চায়ের দোকানে যাই। হঠাৎ আগুনের ধোয়া দেখে ছুটে এসে দেখি গাড়িতে আগুন। মুহুর্তের মধ্যে সমগ্র গাড়ীতে আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে গাড়ীতে লোহা ছাড়া বাকি সব পুড়ে ছাই হয়ে গেছে। আকস্মিক গাড়ীতে আগুন লাগায় স্থানীয়রা ভীড় জমায়। গাড়ীর মালিক আ’লীগ নেতা গোলাম মোরশেদ জানান, তিনি রাজনীতি করে প্রতিপক্ষ আছে। আবার বাস মালিক সমিতির নির্বাচনে প্রতিষ্ঠাতা করছি। তাই কেউ আগুন দিলো কিনা বুঝতে পারছিনা। মশার কয়েল থেকে আগুন ধরছে কিনা বলা যাচ্ছে না। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান দৃষ্টিপাতকে জানান, আমতলা স্কুলের সামনে সকালে গাড়ীতে আগুন লাগে বুঝে উঠার আগে পুড়ে যায়। এঘটনায় একটি জিডি করা হয়েছে। আগুন লাগার কারন অনুসন্ধানের চেষ্টা করছি।