স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় দ্রুতগামী মটর সাইকেলের ধাক্কায় ১ বৃদ্ধার করুন মৃত্যু। ঘটনাটি গতকাল সকাল ৭টায় মাধবকাটি অন্নর মোড়ে ঘটে। নিহত মাধবকাটি এলাকার মুনসুর সরদারের পুত্র মো: এরমত আলী (৭০)। স্থানীয় সূত্রে জানাগেছে, এরমত আলী সকালে বাড়ি থেকে মাধবকাটি বাজারে যাচ্ছিল। হঠাৎ একটি দ্রুত গামী মটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার পুর্বক সুরাত হাল শেষে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করে। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।