সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা আহছানিয়া মিশনের ক্ষমতা কুক্ষিগতকারী বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ দুর্নীতিবাজদের বিচারের দাবীংেত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট আশাশুনি উপজেলা জামায়াতের কমিটি গঠন আশাশুনি সমাজ কল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ নূরনগর আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন আশাশুনি টঙ্গী ইজতেমায় হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা উলামা পরিষদের মানব বন্ধন সাতক্ষীরায় কৃষি ঋণ কমিটির সভা নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ ছাত্রীর বড়ীতে \ উচ্ছ্বাসিত শিক্ষার্থী পরিবার বটিয়াঘাটায় ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

শাভির চোখে এগিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: দুই দলেই আছে সময়ের সেরা কয়েকজন ফুটবলার। সা¤প্রতিক ফর্ম বিবেচনায়ও কাতার বিশ্বকাপে ফেভারিটের তালিকায় উপরের দিকে আছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বার্সেলোনার কোচ শাভি এরনান্দেসও মনে করেন, আসছে কাতার বিশ্বকাপে সম্ভাবনার বিচারে সবচেয়ে এগিয়ে এই দুই দল। লিওনেল স্কালোনির কোচিংয়ে বদলে যাওয়া আর্জেন্টিনা কয়েক বছর ধরে আছে অবিশ্বাস্য ছন্দে। ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে গত বছর জিতেছে কোপা আমেরিকা। বৈশ্বিক আসরে দলটি খেলতে যাবে ৩৫ ম্যাচে অপরাজিত থেকে। আরও একবার লিওনেল মেসির কাঁধে ভর করে বিশ্ব জয়ের স্বপ্ন দেখছে দলটি। চলতি মৌসুমে পিএসজির হয়ে তিনি আছেনও দুর্দান্ত ছন্দে। গত সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে দুই ম্যাচেই দুটি করে গোল করেন মেসি; হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিই ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা। কেবল মেসি নয়, সব বিভাগেই বেশ শক্তিশালী দলটি। সব মিলিয়ে কাতারে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে বাজি ধরার লোকের সংখ্যা কম নয়। আর্জেন্টিনার চিরপ্রতিদ্ব›দ্বী ব্রাজিলও এবার খেলতে যাচ্ছে দারুণ একটি দল নিয়ে। অভিজ্ঞতা ও তারুণ্যের চমৎকার মিশ্রণে তিতের দলের সা¤প্রতিক পারফরম্যান্সও চমৎকার। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়া ব্রাজিলের আক্রমণে প্রাণভোমরা নেইমার তো আছেনই, তার সঙ্গে একঝাঁক তরুণ ও প্রতিভাবান ফরোয়াডও আছে। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে বিশ্বকাপের এবারের আসরে তাই দারুণ সম্ভাবনা দেখছেন শাভি। লা লিগায় শনিবার আলমেরিয়ার বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিশ্বকাপের ফেভারিট প্রসঙ্গে সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ইউরোপের দলগুলোর চেয়ে এগিয়ে থাকবে ব্রাজিল ও আর্জেন্টিনা। “আর্জেন্টিনা ও ব্রাজিল সবার চেয়ে এক ধাপ এগিয়ে। আমার চোখে তারা দলগত ভাবে খুব শক্তিশালী, ব্যক্তিগত নৈপুন্যনির্ভর খেলোয়াড়ও আছে। এ ছাড়া ট্যাকটিকস ও কৌশলগতভাবেও তারা দুর্দান্ত দুটি দল।” “আমি মনে করি, এই মুহূর্তে তারা ইউরোপের সেরা কয়েকটি দলের থেকে এক ধাপ এগিয়ে আছে। কিন্তু বিশ্বকাপে কী হবে, তা বলা যায় না। সবকিছুই জটিল হয়ে উঠতে পারে।” লাতিনের দুই দেশ ছাড়া শাভি ফেভারিটের তালিকায় রাখছেন নিজের দেশ স্পেনকেও। “শিরোপা জয়ের প্রশ্নে ইউরোপের দলগুলোও খুব গুরুত্বপূর্ণ: স্পেন, ফ্রান্স, এমনকি ইংল্যান্ডের জাতীয় দলও খুব শক্তিশালী। কিন্তু আমি মনে করি ব্রাজিল ও আর্জেন্টিনা এক ধাপ বেশি শক্তিশালী।” আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল সবশেষ ১৯৮৬ সালে। আর রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ বিশ্বকাপ। বিশ্বকাপের শেষের চার আসরের সবকটি শিরোপাই জিতেছে ইউরোপের দেশগুলো (ইতালি, স্পেন, জার্মানি ও ফ্রান্স)। কাতার বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। সি’ গ্র“পে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই গ্র“পের অন্য দুই দল মেক্সিকো ও পোল্যান্ড। ব্রাজিল আছে জি’ গ্র“পে। এই গ্র“পের অন্য তিন দল সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। তিতের দলের প্রথম ম্যাচ সার্বিয়ার বিপক্ষে, আগামী ২৪ নভেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com