সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা আহছানিয়া মিশনের ক্ষমতা কুক্ষিগতকারী বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ দুর্নীতিবাজদের বিচারের দাবীংেত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট আশাশুনি উপজেলা জামায়াতের কমিটি গঠন আশাশুনি সমাজ কল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ নূরনগর আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন আশাশুনি টঙ্গী ইজতেমায় হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা উলামা পরিষদের মানব বন্ধন সাতক্ষীরায় কৃষি ঋণ কমিটির সভা নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ ছাত্রীর বড়ীতে \ উচ্ছ্বাসিত শিক্ষার্থী পরিবার বটিয়াঘাটায় ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

অবশেষে সাতক্ষীরার গুম খুন হওয়া গৃহবধূ শারমিন উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার \ অবশেষে সাতক্ষীরার গুম খুন হওয়া এক সন্তানের মা গৃহবধূ শারমিন সুলতানাকে উদ্ধার করেছে পিবিআই পুলিশ। এতে ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গতকাল গভীর রাতে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। সাতক্ষীরায় পিবিআই এ বিষয়ে প্রেস ব্রিফিং করেছে। সাতক্ষীরায় পিবিআই প্রধান অতিঃ পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ প্রেস ব্রিফিং-এ বলেন, ২০২০ সালের ২০ জুন সাতক্ষীরা শহরের পলাশপোলের হামিজউদ্দিন হাওলাদারের মেয়ে শারমিন সুলতানাকে তার শ্বশুরবাড়ির থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তার পিতা হামিজউদ্দিন ২৩ সেপ্টেম্বর ২০ সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে স্বামী ইটাগাছার হাবিবুর রহমান ও সাতক্ষীরার কুখরালি গ্রামের ফয়জুর সহ শ্বশুরবাড়ি লোকজনের নামে অপহরন করে হত্যা, গুম অথবা পাচার মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই অপর্না বিশ্বাস শারমিনকে উদ্ধারে ব্যর্থ হন। পরে তদন্তের জন্য পিবিআইয়ের এসআই হাবিবুর রহমান সাতক্ষীরা সদর থানায় ৮ জুন ২১ একটি মামলা করেন। পিবিআই টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ১ বছর ৮ মাস পারে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে শারমিন সুলতানাকে উদ্ধার করেন। সাথে সাথে এ ঘটনার রহস্য উদঘাটিত হয়। তিনি আরো বলেন, উদ্ধার হওয়া শারমিন সুলতানা আদালতে জবানবন্দীতে জানিয়েছেন, তিনি গুম হননি বা হত্যা অথবা পাচারও হননি। তাকে কৌশল করে সরিয়ে রাখা হয়েছিল। এসময় উপস্থিত ছিলেন পিবিআই পুলিশ পরিদর্শক লস্কর জাহিদুল হক, উপ-পুলিশ পরিদর্শক মোঃ মোরশেদ আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com