কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের ইসলামী ব্যাংক এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে এক নছিমন চালক নিহত হয়েছেন। নিহত নছিমন চালকের বাড়ী ঝিনাইদাহ জেলার মহেশপুর থানার বাঁশবাড়িয়া গ্রামের মৃত মজু সরদারের ছেলে মোস্তফা হোসেন (৪২)। কলারোয়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম জানান, শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে মহেশপুর থেকে ছেঁড়ে আসা একটি কাচা মরিচ বোঝাই নছিমন কলারোয়া ইসলামী ব্যাংকের সামনে রাস্তার পাশে দাড়িয়ে একটি ট্রাকে পেছন থেকে নছিমন নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা খেয়ে গাড়ীর চালক মারাতœকভাবে আহত হন। সেখানে থাকা লোকজন নছিমন চালকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে কলারোয়া থানার ওসি জানান।