কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সনদপত্র বিতরন করা হয়। গতকাল শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে এক র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কোমলেশ কুমার সানা, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক। প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুলাহ আল মামুন। আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুজিত কুমার রায়, এস এম খায়রুল আলম, সমবায়ী মফিজুল ইসলাম, সুলতানা মিলি, সমবায় অফিসের সহকারী পরিদর্শক দিপন জোয়ার্দার,মোঃ হাফিজুর রহমান, হিমাদ্রী কুমার ঢালী প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমবায়ীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।