বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে বিশিষ্ট মাংস ব্যবসায়ী মোঃ জহুর আলী গাজী মৃত্যুবরণ করেছেন। ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত বাছতুল্যাহ গাজীর ছোট পুত্র। পারিবারিক সূত্রে জানাযায়, গত ৪ নভেম্বর শুক্রবার মসজিদে জামাতের সঙ্গে এশার নামাজ আদায়-পূর্বক বাড়িতে ফিরে যান। মুহূর্তেই বুকে ব্যথা উঠে। কিছুক্ষণের মধ্যে স্টোক জনিত কারণে তিনি নিজস্ব বাসভবনে রাত ৮ টা ৩০ মিনিটে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার জোহর নামাজ বাদ বিভিন্ন এলাকা থেকে আগত আলেম উলামা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন হাফেজ মাওঃ মোঃ মাহবুবুর রহমান। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।