দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ২টি কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় বাঁশদহ মানিক স্বর্ণকারের বাড়ির মোড় থেকে বেড়াখালি মিস্ত্রিপাড়া জামে মসজিদ পর্যন্ত ১কিঃ ও মিস্ত্রিপাড়া তালতলা মোড় হয়ে সোনাতলা ঈদগা মোড় পর্যন্ত ১কিঃ ৬৩ মিটার এই দুই’টি কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ,লীগের সভাপতি ও (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। এসময় উপস্থিত ছিলেন (ইউপি)সদস্য আহম্মাদ আলী শাহ, হাবিবুলাহ (পুটু) উপজেলা উপসহকারী প্রকৌশলী মাসুদ রানা, সার্ভেয়ার আবুল বাশার, আব্দুল গাজী, বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী মাস্টার, দক্ষিণ শ্রীপুর পুলিশিং কমিটির সভাপতি পরিমল কুমার ঢালী, ডঃ পরিতোষ সরকার, শুকলাল মন্ডল, সহ দলীয় নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় এলাকাবাসীর দাবি পূর্ণ হওয়ায় আনন্দ উলাস ও মিষ্টি বিতরন করেন ঐ এলাকাবাসী।