দেবহাটা অফিস \ দেবহাটা পুলিশ অভিযান পরিচালনা করে তিন মাসের সাজাপ্রাপ্ত দক্ষিন পারুলিয়ার আঃ মজিদ মোলার পুত্র আবু সাঈদ, ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সখিপুরের আব্দুল গফফার গাজীর পুত্র সাব্বির গাজী সহ ওয়ারেন্টভূক্ত আসামী বেজোরাটি গ্রামের শামছুর রহমানের পুত্র রমজান বিশ্বাস ও হাদিপুর গ্রামের আবু ইছাকের পুত্র ইকরামুলকে গ্রেফতার করেছে। সাজাপ্রাপ্ত আসামী আবু সাঈদ বিভিন্নভাবে প্রতারনামূলকভাবে মাছের টাকা সহ পাওনা টাকা আত্মসাৎ করা এবং মাদক ব্যবসায়ী সাব্বীর গাজী মাদক ব্যবসার কারনে ইতিপূর্বে একাধিকবার গ্রেফতার হয়েছে। দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুলাহ জানান দেবহাটায় মাদক এর সামান্য অস্তিত্ব ও থাকবে না।