কালিগঞ্জ প্রতিনিধি\ “যদিও বিচ্ছেদ, মিলনই মৌলিক” এই শ্লোগানে সামনে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কালিগঞ্জে দুই বাংলার কবি সাহিত্যিকদের গঙ্গা যমুনা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় শিল্পকলা একাডেমির আয়োজনে সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে উৎসবের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সাহিত্যিক ও প্রবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে সাহিত্য উৎসব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবদুস সামাদ ফারুক। উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ সার্কেলের অতি: পুলিশ সুপার আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, প্রেসক্লাবের সভাপতি সাইফুল করিম সফু, ভারতের বিশিষ্ঠ কবি ও সাহিত্যিক ড. কানাই সেন, সুশীলনের নির্বাহী পরিচালক ও আবৃতিকার মোস্তফা নুরুজ্জামান, বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি হোসেনউদ্দীন হোসেন, বাংলা একাডেমির সহকারী পরিচালক ইমরুল ইউসুফ, ভারতের কবি ও শিল্পী কলোল ঘোষাল, শিল্পী সান্তনা দাশ, কবি ও সরকারি কর্মকর্তা অনিন্দ্য আনিস। আলোচনা সভার পূর্বে অতিথিদের ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অধ্যাপক হারুণার রশিদদের সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। সাহিত্য অনুষ্ঠানে দুই বাংলার কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।