স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় জেলা কৃষক লীগের ত্রি-বাষিক কাউন্সিল ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা কৃষক লীগের আয়োজনে গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে কাউন্সিল উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক তিনি বলেন, কৃষক লীগ বাংলাদেশ আ’লীগ একটি প্রাচীনতম সংগঠন। এদেশের সকল আন্দোলন সংগ্রামে কৃষকলীগের ভূমিকা রয়েছে। ঐতিহ্যবাহী সংগঠনটি এদেশের মাটি ও মানুষের উন্নয়নের আন্দোলন করে। বর্তমানে সাতক্ষীরা জেলা কৃষকলীগ একটি শক্তিশালী সংগঠনের পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধাঃ সম্পাদক সংসদ সদস্য এড উম্মে কুলসুম স্মৃতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিভাগীয় সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফ আলী, যুগ্ন সম্পাদক বিশ্বনাথ সরকার বিপুল, সংসদ সদস্য শামীম আক্তার খানম, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ হাবিবুর রহমান মোল−া, অধ্যাপক নাজমুল ইসলাম পানু, সাতক্ষীরায় জেলা আলীগের সাধাঃ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, আ’লীগের নেতা কাজী আক্তার হোসেন, শেখ হারুনার রশিদ, লাইলা পারভীন সেঁজুতি, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজা সুলতানা রুবি, দিলীপ কুমার অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধাঃ সম্পাদক মোঃ মনজুর হোসেন, সদর উপজেলা সভাপতি তাজমিনুর রহমান টুটুল, মোঃ হেদায়েতুল ইসলাম, পৌর সাধাঃ সম্পাদক মোঃ আনারুল ইসলাম সহ উপজেলা সভাপতি, সাধারণ ও সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কৃষক লীগের সভাপতি সামসুজ্জামান জামান জুয়েল।