খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির প্রথম সভা বৃহস্পতিবার বিকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে মহানগরী এলাকায় নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং তার সমাধানকল্পে কার্যক্রম পরিচালনা করা হবে। লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্টের অধীনে নগরীর কয়েকটি কবরস্থান, শ^শান ও বাজারের স্থাপনা উন্নয়নের কাজ করা হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের মাধ্যমে নগরীতে ড্রেন ও রাস্তা সংস্কারের ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ফেব্র“য়ারির মধ্যে চলমান সংস্কার কাজ সম্পন্ন হবে বলে আশা করা যায়। নতুন করে বাড়ি নির্মাণের ক্ষেত্রে আবাসিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি ভবনের নকশার মধ্যে থাকা প্রয়োজন বলে মেয়র সভায় মত প্রকাশ করেন। সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, কেসিসির প্যানেল মেয়র-৩ অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, সচিব মোঃ আজমুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।-তথ্য বিবরণী