আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা কুল্যা ইউনিয়নে এক প্রাথমকি বিদ্যালয়ের শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ইউনিয়নের মহিষাডাঙ্গায় এ ঘটনা ঘটে। মহিষাডাঙ্গা গ্রামের মৃত সুধারাম সরকারের ছেলে ও উত্তর দাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোষ্ঠ বিহারী সরকার শিক্ষকতা জীবনের শেষ প্রান্তে পৌছেছিলেন। জানাগেছে, ঘটনার দিন সকাল সাড়ে ৮ টার দিকে গোসল খাওয়া দাওয়া শেরে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ঘরের সিড়ি বেয়ে উপরে উঠে সিড়ির চালের বাঁশের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সহকারী শিক্ষক গোষ্ঠ বিহারী সরকার চক্রবৃদ্ধি হারে ঋণের জালে জড়িয়ে আত্মহত্যা করেছেন বলে প্রতিবেশী সূত্র জানাগেছে।