স্টাফ রিপোর্টার ঃ কলারোয়ায় মেসার্স ইউরেকা এলপিজি গ্যাস স্টেশন উদ্বোধন হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় কলারোয়ায় তুলসিডাঙ্গা ইউরেকা ফিলিং পাম্পের এলপিজি গ্যাসের স্টেশন উদ্বোধন করেন পাম্পের স্বত্ত¡াধিকারী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার ওসি নাছির উদ্দিন মৃধা, ইউপি সদস্য খায়রুল ইসলাম, আ’লীগ নেতা হারুন-অর-রশিদ, জয়দেব সাহা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উলেখ্য নতুন স্টেশন থেকে কলারোয়া বাসির অতি সহজে গ্যাস ক্রয় করতে পারবে। এটির মাধ্যমে কলারোয়া আরো এক ধাপে এগিয়ে গেল। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফিলিংস্টেশন মসজিদের পেশ ইমাম হাফেজ তরিকুল ইসলাম।