দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার বাঁশদহ বালক কুঞ্জের আয়োজনে দুই দিনব্যাপী রাম নারায়ন রাম এযুগের যুগযাত্রা জন্ম সিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের ১০৩তম আবির্ভাব দিবস পালিত হয়েছে। জন্ম উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে কবিতা আবৃতি ও সংস্কৃতি অনুষ্ঠান ধর্মীয় যাত্রাপালা এবং প্রসাদ বিতরণ। গতকাল রাতে বাঁশদহ বালক কুঞ্জের অনুষ্ঠানে বাঁশদহ বালক কুঞ্জের সভাপতি বিষ্ণুপদ সরকারের সভাপতিত্বে ও লক্ষণ বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিন শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। এছাড়া বক্তব্য রাখেন মানিক উজান চর, শিবপদ বিশ্বাস, জহরলাল, সোনালী দাস। এসময় ইউপি সদস্য পরজিত সরকার, আহম্মাদ আলী শাহ, অসীম হালদার, সুবাস সরকার প্রফুল সরকার, সহ দুর দুরান্ত থেকে ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।