স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর থানার পুলিশের বিশেষ অভিযান ১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল ভোর রাতে সদরের কুশখালী ছয়কুড়া মোড় এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা সদরের চুপড়িয়া গ্রামের মোঃ আজিবার রহমানের পুত্র মোঃ বাপ্পি হোসেন (২৪), একই এলাকার মোঃ শওকত হোসেনের পুত্র মোঃ আমিনুর রহমান (২০)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ এলাকার কুতুব মেম্বারের ঘের সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে উভয় আসামী হেফাজত থেকে ৫০০+৫০০ গ্রাম মোট ১ কেজি গাজা সহ তাদের আটক করে। উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমান ৩০ হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে সদর থানায় মামলা পূর্ব আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।