বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

দ. কোরিয়ার সঙ্গে গোপনে যে চুক্তি করছে যুক্তরাষ্ট্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ১ লাখ আর্টিলারি শেল কেনার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এসব শেল ইউক্রেনকে সরবরাহ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে দ. কোরিয়ার তৈরি আর্টিলারি শেল ইউক্রেনে পাঠাতে চায় ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ১ লাখ রাউন্ড ১৫৫ মিলি আর্টিলারি শেল কিনতে একটি চুক্তির প্রায় কাছাকাছি রয়েছে ওয়াশিংটন-সিউল। এগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সরবরাহ করা হবে। গোলাবারুদ্ধ যুক্তরাষ্ট্র হয়ে ইউক্রেনীয় ভ‚খণ্ডে পাঠানো হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এই চুক্তির আলোচনার জনসম্মুখে প্রকাশ হলে হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন ওই মার্কিন কর্মকর্তা। গোলাবারুদ চুক্তির খবরে দ. কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানায়, ইউক্রেনকে প্রাণঘাতীয় সহায়তা না দেওয়ার ব্যাপারে সিউলের অবস্থান অপরিবর্তি রয়েছে। তবে দ. কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি গতকাল শুক্রবার জানায়, সিউলের প্রতিরক্ষামন্ত্রী লি জং-সুপ ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন চলতি মাসে ‘নীতিগতভাবে’ আর্টিলারি চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হন। ইউক্রেনকে কোনো ধরনের সামরিক সহায়তা না দেওয়ার ব্যাপারে দ. কোরিয়াকে হুমকি দিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। কোনো প্রাণঘাতী অস্ত্র গোলাবারুদ সরবরাহ করলে মস্কো-সিউলের দ্বিপাক্ষিক সর্ম্পক নষ্ট হওয়ার জন্য যথেষ্ট বলে মনে করেন তিনি। সূত্র: আল জাজিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com