বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নাসুরুল উলূম সিদ্দিকীয়া কুরবানিয়া ও এতিমখানা মাদ্রাসা’র ২০ তম বাৎসরিক মাহফিল বাস্তবায়ন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ নভেম্বর শুক্রবার বিকাল ৫টায় মাদ্রাসা হল রুমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি এস এম আফাজালুল হক এর সভাপতিত্বে এবং মাদ্রাসার মুহতামিম মুফতি আলহাজ্ব মুফতি আব্দুল খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ জুলফিকার আলী মেহেদী লিটন, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সদস্য মোঃ রবিউল ইসলাম, নাজমুস সাদাত পলাশ, রেজা আহাম্মদ, এস আই মোঃ মোমরেজ আলী প্রমুখ। সভায় বক্তারা, আগামী ২৯ নভেম্বর মঙ্গলবার থানা মাদ্রাসার অনুষ্ঠিতব্য বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে দীনের আলোকে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসেরে কোরআন হাফেজ মাওঃ মুফতি আব্দুল কাহার বিন খলিল এবং সকলে মিলে মাদ্রাসার উন্নতিকল্পে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস ও মাদ্রাসাকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উক্ত পরামর্শ সভায় ৫জন কুরআনের পাখিকে শেষ সবক প্রদান করা হয়। আগামী মাদ্রাসা মাহফিলের দিনে ১৭জন কোরানের হাফেজকে পাকড়ী ও দস্তারবন্দী প্রদান করা হবে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।