বিষ্ণুপুর কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জের বিষ্ণুপুরে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিষ্ণুপুর বিভিন্ন মাঠ জুড়ে ধান ক্ষেত গুলো যেন, সোনালি রঙে সাজতে শুরু করেছে। গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, চারদিক এখন সবুজের সমারোহ। দিগন্ত জোড়া সোনালি ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। মাঠভরা ফসল দেখে কৃষকের চোখেমুখে ফুটে উঠেছে খুশির ঝলক। বিষ্ণুপুর ইউনিয়ানের বিভিন্ন মাঠের ধান ক্ষেতে গাছের শীষ ধানে নুইয়ে পড়ছে। কৃষকরা আশা করছে, অল্প কিছুদিনের মধ্যে ধান কাটা শুরু হবে। অপরদিকে কিছু কিছু নিচু জমির ধানের ফলন একটু দেরি করে শুরু হলেও ধানের ফলন ভালো হয়েছে। চাঁচাই গ্রামের কৃষক সুরাত আলী বলেন, ‘এ বছর ৩ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছিলাম। প্রতি বিঘা জমিতে গড়ে ১০/১২ মণ ধানের ফলন পাবো বলে আশা করছি। গত বছরও ৩ বিঘা জমিতে আমনের চাষ করেছিলাম প্রাকৃতিক দুর্যোগ ও অতি বর্ষার কারণে প্রায় জমির ধান নষ্ট হয়েছিল। এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যার ফলে ফলন বেশি হয়েছে। এবার জমি থেকে আমন ধানের আশানুরূপ ফলন পাবো বলে আশা করছি।’ হোগলা গ্রামের কৃষক খবির মোড়ল জানান, ‘আমাদের ফলন ভালো হলেও সার, কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদনে বাড়তি খরচ গুনতে হয়েছে। যদি বাজারে ধানের দাম ভালো পাই, তা হলে লাভের মুখ দেখতে পারব। বিষ্ণুপুর ইউনিয়ান উপ- সহকারী কৃষি অফিসার মাহফুজুর রহমান জানান এবার বিষ্ণুপুর ৭শত ৬৫ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। আমন ধান উৎপাদনের জন্য কৃষকদের নানাভাবে সহযোগীতা করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হবে।