স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। খোজখবর নিয়ে জানাগেছে, শহরতলী বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতেই মাদ্রাসাটি প্রাথমিক রুপ দিয়ে ছিলেন দানবীর আহমাদ আলী ও হাজী আকিম উদ্দীন সহ স্থানীয় বেশ কয়েকজন। তাদের মূল লক্ষ্য ছিল এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠুক। যাতে এলাকার ছেলে মেয়েরা নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারে। প্রতিষ্ঠাকালীন সময়ের গুনি ব্যক্তিদের পরলোকের পর এলাকাবাসী যোগ্য ব্যক্তি হিসাবে এড. এসএম হাসান উলাহকে সভাপতি মনোনিত করেন। সেই থেকে তিনি সফলতার সাথে অদ্যবধী মাদ্রাসার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রথমে মাদ্রাসায় তেমন কোন ভবন ছিলনা বর্তমানে সেখানে ৪তলা ভবন, রয়েছে কম্পিউটার ল্যাব, আধুনিক শিক্ষার প্রসারের সামগ্রী। শিক্ষক নিয়োগে প্রথম বিভাগে উন্নীতদের নির্বাচিত করা। শুধু তাই নয় সকল নিয়োগ পরীক্ষা স্বচ্ছতার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এখানে শেষ নয় মাদ্রাসার লেখা পড়ার মান উন্নয়ন বেশ সন্তোষ জনক। সেটি পরীক্ষা ফলাফলে দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানের সভাপতির ঐকান্তিক প্রচেষ্টার জন্য এসব সম্ভব হয়েছে। কিন্তু একটি গ্র“প সভাপতি এড. এসএম হাসান উল্যাহ সুনাম নষ্টের জন্য বিভিন্ন ভাবে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য প্রচার করছে। সভাপতির বিরুদ্ধে এসময় তথ্য প্রতিবাদ জানিয়েছেন মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার সকল শ্রেণীর পেশার মানুষ।